দূরবীণ নিউজ ডেস্ক :
করোনা পরিস্থিতিতে কর্মহীন, গরীর ও অসহায় লোকজনের স্বার্থে এক মাসের বাসা ভাড়া এবং পানির বিল বাড়ির মালিকদের পক্ষ থেকে মওকুফের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২৯ মার্চ ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর নিম্নবিত্ত, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘খাদ্য ফান্ড’ নামে একটি সহায়তা তহবিল গঠনে নিজের এক মাসের সম্মানী ভাতা দান করেছেন।
সিলেটের মেয়র একই সাথে ওই শহরের বাড়ির মালিকদের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর এক মাসের বাসা ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন। তিনি তহবিলে সহায়তার জন্য মেয়র নগরীর বিত্তবান ও বাসা বাড়ি এবং বিভিন্ন বস্তির মালিকদের প্রতিও আহ্বান জানান।
ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফের আহ্বান জানিয় মেয়র বলেন, ‘এই মুহূর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্নমধ্যবিত্ত পরিবারের এক মাসের ভাড়া মওকুফ করি, তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তাঁরা স্বস্তি পাবেন।’
সমাজের বিত্তবানদের উদ্দেশে আরিফুল হক বলেন, ‘সিটি করপোরেশনের একার পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়।
এই বিবেচনায় প্রতিটি ওয়ার্ডের বিত্তশালীরা যদি নিজেদের পাড়া-মহল্লায় নিজেদের সামর্থ্য মোতাবেক গরিব প্রতিবেশীদের সহযোগিতা করেন, তাহলে সমাজের অসহায় জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’# কাশেম