দূরবীণ নিউজ প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে সারাদেশে আজ ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে ২টি অভিযোগের বিষয়ে অভিযান চালিয়েছে। আর৭টি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যসংশ্লিষ্ট দপ্তরে দুদক থেকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, আজ সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালে টেন্ডার নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদকের নোয়াখালী জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম চলমান অর্থবছরে (ক) ওষুধপত্র সামগ্রী, (খ) সার্জিক্যাল যন্ত্রপাতি ও মেরামত, (গ) লিলেন সামগ্রী, (ঘ) গজ, ব্যান্ডেজ, কটন সামগ্রী, (ঙ) কেমিক্যাল রি-এজেন্ট সামগ্রী ও (চ) আসবাবপত্র ও কিচেন সামগ্রী ক্রয়ের দরপত্র সংক্রান্ত নথি সংগ্রহ করে। সংগৃহীত নথি যাচাইপূর্বক টিম অভিযোগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্র আগত অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ২ উপজেলা নির্বাহী অফিসার এবং ৫টি অন্যান্য দপ্তরে ছিঠি পাঠিয়েছে।# কাশেম