দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর উপকন্ঠে সাভারে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে লাজফার্মা নামের একটি ওষুধ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার টাকা অনাদায়ে ওই ফার্মেসি কর্তৃপক্ষকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে সাভারে বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওই ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
আব্দুল্লাহ আল মাহফুজ গণমাধ্যমকে জানান, তিনি নিজ অফিসের এক কর্মচারীকে দিয়ে সাভার থানা রোড এলাকায় লাজফার্মা নামের একটি ওষুধ ফার্মেসিতে মাস্ক কেনার জন্য পাঠান। পরে ওই কর্মচারী ফার্মেসি থেকে ৪০ টাকা দিয়ে একটি মাস্ক কেনেন।
করোনাভাইরাসের দোহাই দিয়ে ৫ টাকার মাস্ক ৪০ টাকা বিক্রির অভিযোগে তাৎক্ষণিকভাবে ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ওই ফার্মেসি কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ওই ফার্মেসি কর্তৃপক্ষ জনগণের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন পণ্য বেআইনিভাবে বিক্রি করে আসছিল। অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান।#