দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাইফ পাওয়ারটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধেসরকারি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে বন্দর পরিচালনা কাজে মনোপলি বাণিজ্য প্রতিষ্ঠা এবং ভ্যাট/ট্যাক্স ফাঁকির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই সাথে তার বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত এসব অর্থ বিদেশে পাচারসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)
বুধবার (২ সেপ্টম্বর) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাকে নির্ধারিত সময়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। # কাশেম