দূরবীন নিউজ প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ।
তিনি বলেছেন, ঘটনার ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এখানকার সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আগামী নিউজের সাংবাদিক।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে এসে র্যাব মহাপরিচালক এ আশ্বাস দেন।
তিনি বলেন, বিষয়টি এরই মধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা শেষে এখনো আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে বর্তমানে ৫৪ নং ওয়ার্ডে রাখা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন দুর্বৃত্তদের হামলার শিকার হন। # কাশেম