দূরবীণ নিউজ প্রতিবেদক :
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রিশাদ হুদার উপর সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী নাজিম উদ্দিন আহমেদ বাবু ও তার সহযোগিরা হামলা চালিয়েছে।
জানা যায়, আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় মোটর সাইকেলে যাওয়ার পথে সাংবাদিক রিশাদ হুদার উপর দুই দফা হামলা চালিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী নাজিম উদ্দিন আহমেদ বাবু ও তার সহযোগি ৪ সন্ত্রাসী।
শাহবাগ এলাকায় রাস্তায় গাড়ির সাইড চাইতে গেলে বাবু ও তার সহযোগিরা গাড়ি থেকে নেমেই সিনিয়র সাংবাদিক রিশাদ হুদাকে প্রথমে গালি গালাজ ও কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে রিশাদ হুদা নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার পর পুনরায় ক্ষিপ্ত হয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে সন্ত্রাসীরা।
পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিক রিশাদ হুদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের পরামর্শে তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এদিকে খবর পেয়ে সাংবাদিক রিশাদ হুদার পিতা বাংলাএকাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শাহবাগ থানায় চলে আসেন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বলে জানা যায়।
অপরদিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও র্যাকের সিনিয়র সদস্য রিশাদ হুদার উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স এগেইনস করাপশন (র্যাক)’র সভাপতি মহিউদ্দি আহম্মেদ, সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ ও সিনিয়র সহসভাপতি মো. আবুল কাশেম। র্যাক নেতৃবৃন্দ একই সঙ্গে সাংবাদিক রিশাদ হুদার উপর হামলাকারী নাজিম উদ্দিন আহমেদ বাবু ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। #