দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু’র রহস্যজনক মৃত্যুর পর্যালোচনার জন্য একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে ক্র্যাবের উপদেষ্টা পরিদষদের সদস্যবৃন্দ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দ ও ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতির সাথে ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় নিন্মলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় :
মরহুম মোয়াজ্জেম হোসেন নান্নু’র মৃত্যু রহস্য অনুসন্ধানের জন্য সংগঠনের সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজকে সমন্বয়ক করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,
মোরছালীন বাবলা , মাহবুব আলম লাবলু , নেসারুল হক খোকন, জামিউল আহসান সিপু ,মো. রাশেদ নিজাম, আব্দুল্লাহ তুহিন ,মো. মুক্তাদির রশীদ ও
আতাউর রহমান ।
পিবিআই ও র্যাবকে দিয়ে নান্নু’র মৃত্যু রহস্য উদঘাটনের জন্য পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) কাছে আবেদন জানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।