দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ক্রাইম চিফ মোয়াজ্জেম হোসেন নান্নু অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। শরীরে গভীর দগ্ধ হয়েছে। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে।
মোয়াজ্জেম হোসেন নান্নুর আশু রোগমুক্তি কামনা করে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানীত সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোর রাতে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি বøকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে বিকট শব্দে বাসার একটি কক্ষে আগুন ধরে যায়। দ্রুত আগুন নির্বাপন হলেও শেষ রক্ষা হয়নি। আগুনে দগ্ধ হন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।
পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হস্তান্তর করা হয়। তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনার ছয় মাস আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নান্নু-পল্লবী দম্পতির একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান। সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। # কাশেম