দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান, এ সংগঠনের সদস্য ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার আ ন ম মহিবুব-উজ-জামান ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তারা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ তিন জনের সুস্থতার জন্য ক্র্যাবের সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ক্র্যাবের পক্ষ থেকে এ তিন সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। ক্র্যবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,কামরুজ্জামান খান নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। বাসায় আছি। সবাই দোয়া করবেন।’
করোনা আক্রান্ত ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ক্র্যাবের সদস্য আ ন ম মহিবুব-উজ-জামান ও মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল) এর দ্রুত আরোগ্য, সুস্থাস্থ্য কামনা করেছেন এ সংগঠনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
জানা যায় , গত ১৮ নভেম্বর থেকে জ্বর-সর্দিতে আক্রান্ত হন মহিবুব-উজ-জামান। পরবর্তীতে করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে বেশ কদিন ধরে ১০২ ডিগ্রী জ্বর সঙ্গে পুরো শরীর ব্যাথায় ভুগছেন মাহমুদুল হাসান। পরবর্তীতে করোনা ভাইরাসের পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। তিনিও বাসায় থেকে চিকিৎসা রয়েছেন।
ক্র্যাব নেতৃবৃন্দ সবাইকে সচেতনতা বাড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, দেশের অনাকাঙ্খিত দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্র্যাব সদস্যরা মাঠে-ঘাটে কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। #