দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, দৈনিক নয়াদিগন্তের সাবেক সিনিয়র রিপোর্টার আমানুর রহমানের পিতা আলহাজ্ব আহমাদুর রহমান আর নেই। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সোয়া ১০ টায় রাজধানীর বেটার লাইফ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
অবসরপ্রাপ্ত সরকারী এ কর্মকর্তা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাজধানীর কদমতলীর মিরাজনগর শাহী মসজিদে বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমের লাশ গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার জয়লস্কর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
আমানুর রহমানের পিতা আলহাজ্ব আহমাদুর রহমানের মৃত্যুতে আজ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। নেতৃবৃন্দ ডিআরইউ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন, সে জন্য তার কাছে প্রার্থনা করেন।
আমানুর রহমানের মোবাইল: ০১৭১১-৬১২৪৪১ # প্রেস বিজ্ঞপ্তি ।