শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

সাংবাদিকদের মধ্যে প্রথম ক্র্যাবের উদ্দ্যেগে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাংবাদিক সংগঠনগুলো মধ্যে প্রথম বারের মত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্দ্যেগে সংগঠনের সদস্য ও তার পরিবারের সদস্যদের প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় ডা. মো. শাহিনুল হক রিপনের নেতৃত্বে ব্র্যাকের একটি প্রতিনিধি দল করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করেন। এতে ক্র্যাব সদস্য ও তার পরিবারের সদস্যরা এবং ডিআরইউর বেশ কয়েকজন সদস্যসহ মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী নমুনা সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, কল্যাণ সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য রুদ্র মিজানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচারক অধ্যাপক আবুল কালাম আজাদ ও নমুনা সংগ্রহকারী প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে ক্রাইম রিপোর্টারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ঘাটে কাজ করছেন। আমরা সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছি।

এক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ক্র্যাবকে সার্বিক ভাবে সহযোগীতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ক্র্যাব সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা এবং নিয়মতান্ত্রিক জীবন যাপনের আহব্বান জানান সভাপতি আবুল খায়ের । # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12