দূরবীণ নিউজ প্রতিবেদক :
সারাদেশে করোনাভাইরাসে গত একদিনে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৫৮৩ জনে দাঁড়াল।
গত এক দিনে ১ হাজার ৪৪৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে পৌঁছেছে।
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৪৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি :
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ কোটি ৯৮ লাখের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৯৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন।
বিশ্বে এ পর্যন্ত ১৮৩ কোটি ৭০ লাখ ১ হাজার ৩২৩ ডোজ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৭১৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৪ হাজার ৩০৪ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন।
#