দূরবীণ নিউজ প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান তথ্য মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি সরকারের দুই সচিবের শ্রদ্ধাভাজন অভিভাবক ছিলেন।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ইউনুসের জানাযা ঢাকায় মন্ত্রিপরিষদ সচিবের সরকারি বাসভবন প্রাঙ্গণে পারিবারিকভাবে সম্পন্নের পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক বন্ধুরা ‘ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুই শীর্ষসহানীয় সচিবের পিতা ও শ্বশুর মরহুম মোহাম্মদ ইউনুসের ইন্তেকালের খবরে’ গভীর শোক, সমবেদান জানান। একইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। # কাশেম