শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: ডিএনসিসির মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ভবন ও স্থাপনার মালিকদের হুশিয়ার করে বলেছেন,রাজউকের নকশার বাইরে অবৈধ কোনো দখল টিকিয়ে রাখা সুযোগ নেই। সব অবেধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ওই উচ্ছেদ অভিযান পরিদর্শনকালের দুপুরে ডিএনসিসির মেয়র এই কথা বলেন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে টানা দুপুর আড়াইটা পর্যন্ত।

ওই সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুর ইসলাম বলেন, যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছেন, তারা নিজ উদ্যোগে সরে যান। তা না হলে এভাবে উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোনো স্থাপনা টিকিয়ে রাখা হবে না। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, মাটিকাটা থেকে ভাষানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট, ভাষানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে রাজউকের নকশা অনুযায়ী ২০ ফুট হওয়ার কথা।

কিন্তু এ রাস্তাটির দুই পাশের ভবন মালিকরা কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। ফলে এই রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছেন রাস্তা বড় করতে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12