দূরবীণ নিউজ প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রাণঘাতি করোনার সংক্রমণ বাড়তে থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সঙ্গে সমন্বয় করে আগামী রোজার ঈদ পর্যন্ত বাড়ানো হতে পারে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, বৃহস্পতিবার করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পরে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে এবং শুক্রবারের (২৬ মার্চ) মধ্যে তা জানিয়ে দেওয়া হবে।/