দূরবীণ নিউজ ডেস্ক :
রিশান গ্রুপের চেয়ারম্যান ডি.জে.শাকিল,তার সহযোগী রিশান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: হুমায়ন কবির লিমন ও ম্যানেজার মো: সাইফুল ইসলামকে সিরাজগঞ্জের তাড়াশে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডি.জে শাকিল তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফার ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
বুধবার (১২ আগস্ট ) বিকেল ৫ টায় ডিবি পুলিশের একটি দল তাড়াশ উপজেলা পরিষদ গেট সংলগ্ন রিশান গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় অফিসে ব্যবহৃত কম্পিউটার ও কয়েকটি ফাইল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে থাকা বগুড়া ডিবি পুলিশে পরিদর্শক এমরান আহমেদ তুহিন বলেন, ডি.জে. শাকিল চাকুরি বাজার পত্রিকায় ইন্টারন্যাশনাল লোন সার্ভিসের নামে একটি বিজ্ঞাপণ দিলে তাতে আকৃষ্ট হন বগুড়ার আমায়রা এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো: আমানত উল্লাহ তারেক ও অভি এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো: আশিক দৌলাতানা।
তাদেরকে লোন পাইয়ে দেবার নাম করে ১৪ লাখ ৩৫ হাজার টাকা নেন ডি.জে. শাকিল। এরপর তাদেরকে যুব উন্নয়ন অধিদফতরের সাড়ে চার কোটির দুটি চেক দেন। পরবর্তীতে তারা জানতে পারেন চেকগুলো ভূয়া এবং তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে তারা বগুড়া ডিবি কার্যালয়ে অভিযোগ করলে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সংবাদ লেখা পর্যন্ত তাদেরকে বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেফতারকৃদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।#