দূরবীণ নিউজ ডেস্ক :
মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ঈদের নামাজ আদায় করবেন বঙ্গভবনের দরবার হলে। তার পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। খবর বাসস।
রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
#