দূরবীন নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম পর্বে প্রকাশিত রাজাকারের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোেকেট গোলাম আরিফ টিপুর নাম।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজাকারের তালিকায় অ্যাডভোেকেট গোলাম আরিফ টিপুর দেখে তিনি গণমাধ্যমকে বিস্ময়কর, লজ্জাজনক বলেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে কাজ করেছে তা সকলের জন্য বিস্ময়কর, লজ্জাজনক। আর এর মাধ্যমে প্রমাণ হচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না।
তালিকার বিষয়ে তিনি বলেন, তালিকায় আসা নামটি তাকে মিন করেই দেয়া হয়েছে। এ ঘটনায় দেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত। মন্ত্রণালয় তাচ্ছিলের সঙ্গে এই কাজটি করেছে।
এর দায়ভার মন্ত্রণালয়কে নিতে হবে। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে অ্যাডভোেকেট গোলাম আরিফ টিপুর ভুমিকা ছিল। তাকে কারা কেন রাজাকারের তালিকায় নিয়ে এসেছে ।এর তদন্ত করে জাতির সামনে প্রকাশ করতে হবে। #