দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০৮ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এই নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা হলো ১৯ হাজার ৫৪৪ জন।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৭৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ৩৫ জন ভর্তি হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন।#