শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

দূরবীণ নিউজ প্রতিবেদক:

কানাডা প্রবাসী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, তিনি আলী অ্যান্ড নূর রিয়েল এস্টেট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ৫২ শতাংশ জমি ক্রয়ে করে সেখানে সাইনবোর্ড দেন। ওই সময় স্থানীয় জাহাঙ্গীর সিকদার, কালা মামুনসহ কয়েকজন বাঁধা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেনপ্রকৌশলী ফারুক হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্যাতনের শিকার তত্ত্বাবধায়কের স্ত্রী শিলপী বেগম ও তার সন্তানরা।

তিনি জানান, তার জমিতে বৈদ্যুতিক মিটার, পানির লাইনসহ অন্যান্য ইউটিলিটি সংযোগ দেন। তিনি কানাডা প্রবাসী হওযায় জমিটি দুজন তত্ত্বাবধায়ক দেখাশোনা করে। তাছাড়া সেখানে দুটি ঘর আছে যাতে একটি লাইব্রেরিও রয়েছে। ওই জমিতে নূর মার্কা ৭ লাখের বেশি ইট মওজুদ রয়েছে।

গত ১৯ ডিসেম্বর সকালে নজরুল, মহিউদ্দিন, তুহিন, শাহাদাত ও পলাশের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী ও এক গ্রুপ হিজড়া সঙ্গে নিয়ে বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরা ভাংচুর করে।

হামলাকারীরা বাড়ির ইট, বালু, টিন, দরজা, জানালাসহ বিভিন্ন সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তিনি বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের জানালেও আশানূরূপ সহযোগিতা পাননি।

এর আগেও তার বাড়ির কেয়ারটেকারদের ওপর হামলা ও জমিতে ভাংচুর করার কারনে আমার জমির কেয়ারটেকার শিল্পী বেগম গত ১৯ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। এ অবস্থায় স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত হুমকি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন এই কানাডা প্রবাসী।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12