দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর র্যাবের অভিযানে রাজধানীর রামপুরা থানার মালিবাগ বাজারের সমীর ঘোষ এর তৈরীকৃত ‘ঘি’ বাঘাবাড়ী ‘ঘি’ প্রস্তুতকারী ও লেবেল ব্যবহার করে বিক্রয় করার অপরাধে শনিবার (১১ জুলাই) ১ জনকে ১০ লাখ টাকা জরিমানা। গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন নিউ বাঘাবাড়ী কোম্পানী, সমির ঘোষ এর তৈরীকৃত ‘ঘি’ বাঘাবাড়ী ‘ঘি’ প্রস্তুতকারী ও লেবেল ব্যবহার করে বিক্রয় করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন নিউ বাঘাবাড়ী কোম্পানী বিল্ডিং, মালিবাগ বাজারের অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী সমীর কুমার ঘোষ (৪৫), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে নিরাপদ খাদ্য আইন ২০০৯ এর ৩২ (খ) ৩৩ / ৩৮ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা জরিমানা প্রদান করেন। উল্লেখ্য যে, উক্ত জরিমানার টাকা পরিশোধ করায় আসামীকে খালাস প্রদান করেন র্যাবের ভ্রাম্যমান আদালত। # প্রেস বিজ্ঞপ্তি ।