দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর টাউনহলের পাশে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভ্রাম্যমান আদালত ।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে বিবাহত্তোর সংবর্ধনায় আসা প্রায় ৫০০ অতিথিকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কমিউনিটি সেন্টারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা পালিয়ে যান।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানকালে একজন খুচরা ব্যবসায়ী চালের অতিরিক্ত দাম রাখার পেছনে পাইকারকে দায়ী করেন। পাইকার মেসার্স চাপাই রাইস এজেন্সিকে মোবাইলকোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। অভিযানকালে মোহাম্মদপুর টাউনহল বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায় বলে সৈয়দ মোরাদ আলী জানান। # কাশেম