দূরবীণ নিউজ প্রতিবেদক :
নানা অনিয়মের অভিযোগে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল। র্যাবের সদর দপ্তরের সিনিয়র এএসপি সুজয় সরকার রাইজিংবিডিকে বলেছেন, ‘দুপুরে আমরা অভিযান শুরু করি।
এই হাসপাতালের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও চিকিৎসাসেবার নামে নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে। নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই ওই হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’
ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযানকালে কয়েকজনকে আটক করা হয়েছে। # কাশেম