দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) টেলিকম্যুনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিইউবিটি’র রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, সম্মানিত উপাচার্য, বিইউবিটি এবং জনাব মো. আদিল হোসেন নোবেল, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার, রবি আজিয়াটা লিমিটেড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।
প্রফেসর ড. মো. আলী নূর, মাননীয় উপ-উপাচার্য, বিইউবিটি, প্রফেসর মো. আবু সালেহ, অ্যাডভাইজার, বিইউবিটি এবং সদস্য, বিইউবিটি ট্রাস্ট, প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ, প্রফেসর ড. মো. আলী আহমেদ, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস, ড. মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার, বিইউবিটি, জনাব সুমন কুমার বিশ্বাস, লিড ম্যানেজার, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, ম্যানেজার, মিস নাজমুস শাহাদাত মুনিয়া, করপোরেট একাউন্ট, ম্যানেজার, রবি আজিয়াটা লিমিটেড, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বিইউবিটি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য স্বল্প মূল্যের উচ্চ-গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করাসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ছিল। প্রযুক্তিগত সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকায় রবি এবং এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটি’র উপাচার্য ড. ফৈয়াজ খান।
রবিকে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সুযোগ দেওয়ায় বিইউবিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব আদিল হোসেন নোবেল।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি মহামারীকালে শিক্ষাগ্রহণ কার্যক্রম বন্ধ থাকতে পারে না। রবি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিইউবিটিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই এই সমঝোতা অনলাইন ক্লাসে ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বাড়াবে বলে মনে করি। # প্রেস বিজ্ঞপ্তি