দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রংপুর জেলার সদরে তিন ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা ৩টি দায়ের করেছেন । গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদকের দায়ের করা প্রথম মামলার (মামলা নং-৪) আসামি মেসার্স এম এইচ ফার্মার প্রোপাইটর মোঃ মোসাদ্দেক হোসেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ২৩৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়াও তিনি অবৈধ উপায়ে জ্ঞাতআয় বহির্ভূত ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৫৭৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের নামে রেখেছেন।
দুদকের ২য় মামলার (মামলা নং-৫) আসামি মেসার্স অভি ড্রাগর্সের প্রোপাইটর মোঃ জয়নাল আবেদীন। মামলার অভিযোগে বলা হয়, আসামি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৮১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন । এছাড়াও আসামি গোপনকৃত সম্পদসহ অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ২৭২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে রেখেছেন।
দুদকের ৩য় মামলায়র (মামলা নং-৬) আসামি মেসার্স আলবিরা ফার্মেসীর প্রোপাইটর মোঃ আলমগীর হোসেন। আসামি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৫ লাখ ৫০ হাজার ৮৫৭) টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়াও আসামি গোপনকৃত সম্পদসহ অবৈধ উপায়ে জ্ঞাতআয়বহির্ভূত ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৭৩২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে রেখেছেন। #