এনামুল হক, দূরবীণ নিউজ (ময়মনসিংহ) :-
সাংবিধানিক ও সমাজিভিাবে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হিজরা সম্প্রদায়। তারা আজ অবহেলিত এবং ন্যয় সংগত অধিকার থেকেও অনেকটা বঞ্চিত। ঠিকমতো ধর্ম কর্ম করার সুযোগ পেলেও তারা তা কাজে লাগান না। অনেকেই ভাসমান জীবন যাপন করেন। এরইমাঝে আশার আলো দেখা দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে ৮নং ওয়ার্ডে হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ওইদিন হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হয়হাফেজ মাউলানা মুফতি নোমান আহমেদ রিয়াদ। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: উম্মে জেসমিন সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ:কাদের,যুগ্ন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, হিজরাদের দলপতি মোছা:আছমা আক্তার প্রমুখ।
হিজরাদের দলপতি মোছা:আছমা আক্তার বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব আছে।
তিনি বলেন, সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না। ফলে এক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই শিক্ষার মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমরা বিশ্বাস করি।
তিনি অরোবলেন, আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের কমসস্থানের ব্যাবস্থা করে দেন, তাহলে মানুষ কাছে হাত পেতে টাকা চাইতে হবে না আর কেউ তো কাজেও রাখতে।
/ কাশেম