দূরবীণ নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যক্তির বাগানের দুই শতাধিক ফলবান লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে আশিদ্রোণ ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুছ ছালেক গণমাধ্যমকে বলেন, বাগানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাগানটির মালিক মোহাজেরাবাদ এলাকার ইদ্রিস মিয়া এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, গতকাল রাতে বৃষ্টির সময় দুর্বৃত্তরা এই কাজ করেছে। গাছ থেকে লেবু নেওয়া হয়নি, শুধু দা দিয়ে কেটে ফেলেছে। এটা কারও একার কাজ না। অনেকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কারা ঘটিয়েছে, বুঝতে পারছেন না।
ইদ্রিস মিয়া বলেন, ‘একেকটা লেবুগাছ বড় করতে অনেক কষ্ট করতে হয়। আমি তিলতিল করে গাছগুলো বড় করেছি। যেভাবে গাছগুলো কেটে ফেলা হয়েছে, নিজের শরীরেও আঘাত করলেও এতটা কষ্ট পেতাম না। প্রতিটি গাছে আড়াই থেকে তিন শ লেবু ধরেছিল। এগুলো বিক্রি করলে ৫ লাখ টাকারও বেশি লাভ হতো। এখন পুরোটাই লস। এই বাগান করতে অনেক ধারদেনা করেছি। এখন এগুলো কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।’
আজ সকালে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ বিঘা সমতল জমি ও টিলার ওপর ওই বাগান। দুই শতাধিক লেবুগাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। বাগানের নাগা মরিচ ও কলাগাছও কেটে ফেলা হয়েছে।
পাশের আরেক বাগানের মালিক সোহেল মিয়া বলেন, ‘ইদ্রিস মিয়ার বাগানের লেবুগাছ যেভাবে কাটা হয়েছে, তাতে আমরাও আতঙ্কে রয়েছি। আমাদের বাগানেও এ রকম ঘটনা ঘটার আগেই প্রশাসন দুর্বৃত্তদের খুঁজে বের করুক। প্রশাসনের কাছে এটাই অনুরোধ।’
এ ব্যাপারে জানতে চাইলে আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সকাল বেলা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। যদি বাগানের মালিকের সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থাকত, বললে আমরা বিচার করে দিতাম। দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’ #