দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন,মেয়র নির্বাচিত হওয়ার পর নিজের সবটুকু উজাড় করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগ তার কাজের মূল্যায়ন করবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় ও ঐতিহ্যবাহী দল। এ দল দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তারা আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা, আমি আওয়ামী লীগ থেকে আবারো নমিনেশন পাব।’
অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার মাধ্যমে নগরের উন্নয়ন করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘নগরের উন্নয়নে ৫৪টি সংস্থা কাজ করছে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়ন করব।’
তিনি বলেন, ‘আবার মেয়র হলে যানজট নিরসনসহ গত নয় মাসে যেসব কাজ করেছি সেগুলোর ধারা অব্যাহত রাখব।’
এদিকে সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনও বক্তব্য রাখেন। তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর গত পৌনে ৫ বছরে এই সংস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন।
মেয়র বলেন, ‘পৌনে ৫ বছরে মৌলিক যে সমস্যাগুলো ছিল, সেগুলো অনেকাংশেই সমাধান করেছি। একটা ইতিবাচক পরিবর্তন সূচনা করতে আমি সক্ষম হয়েছি। ৫২ বাজার ৫৩ গলির ঢাকায় এমন কোনো অলিগলি নেই, যেখানে আমি একটা ইতিবাচক পরিবর্তনের ছোয়া লাগাতে পারিনি।’
নিজেকে সফল দাবি করে সাঈদ খোকন বলেন, ‘শান্তিনগর, নাজিমুদ্দিন রোড, বংশালসহ পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসন করেছি। কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা আছে। সেগুলো নিরসর করতে কাজ করছি।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলেও আশা প্রকাশ করেন সাঈদ খোকন। #