দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মিরপুর-১১ নম্বরে অবৈধ প্রভাব খাঁটিয়ে ড. কাজী আলমগীর কবির নামে জনৈক ব্যক্তি রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে ধরা পড়েছেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি মিরপুর-১১ এর বি- ব্লককে সরকারি ডুইপের পৌনে ১ কাঠা প্লটে নিজের জমির সাথে প্রতিবেশির জমির উপর জোর করে বহুতলা ভবন নির্মাণ কাজ শুরু করেন ড. কাজী আলমগীর কবির।
অবৈধভাবে প্রভাব খাঁটিয়ে তিনি প্রতিবেশি বিহারী ক্যাম্পের নিরীহ বাসিন্দা ও গাড়ি চালক মোঃ জাভেদের জায়গা দখলের চেষ্টা করেন। মো. জাবেদের ৬/৭ ফিটের ঘরের জায়গার উপর হুট করে ছাদ ঢালাইয়ের উদ্যোগ আলমগীর কবির ।পরে দখলদার কাজী আলমগীর কবিরকে নকশা বহিভূত ভাবে বহুতল ভবন নির্মাণ এবং প্রতিবেশির জায়গা দখলে বাধা দেন স্থানীয় লোকজন।
এলাকাবাসীর বাধার মুখে কাজী আলমগীর কবির অবৈধ নকশায় বহতিল ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হন। এরপর তিনি এলাকাবাসীর বিরুদ্ধে গত ৩০ মে পল্লবী থানায় একটি জিডি (নম্বর-১১৮২) দায়ের করেন। তিনি পুলিশ প্রশাসনকে অবৈধভাবে এলাকারবাসীর বিরুদ্ধে ব্যবহার করতে গিয়েও ব্যর্থ হয়েছেন।
এদিকে বিহারী নেতারা জানান, অত্যন্ত গরীব ও গাড়ি চালক মো. জাভেদ নিরুপায় হয়ে , ওই দখলের চেষ্টাকারী বিরুদ্ধে গত ২১ জুন পল্লবী থানায় একটি জিডি ( নম্বর)-১৩৪৭ দায়ের করেন। পরে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ পুলিশ কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগগুলো যাচাই- বাছাই করেন। একই সাথে কাজী আলমগীর কবিরের বিরুদ্ধে রাজউকের নকশা জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অবশেষে পুলিশের বলিষ্ট ভূমিকার ফলে কাজী আলমগীর কবির বাধ্য হয়েছেন অবৈধভাবে বহুতল নির্মাণ কাজ বন্ধ রাখতে। সেই সাথে গরীব ও গাড়ি চালক মো. জাভেদের বাড়ি ঘর ও রক্ষা হয়েছে বলে জানা যায়। # কাশেম
ধন্যবাদ আপনি কে অসহায় গরিব দুঃখী বিহারীদের পাশে থাকার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে জানাই ধন্যবাদ
Thank you for keeping the truth and sharing such a great news to us !