সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে রোববার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলা বিএনপি’র আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবালয়ের আরিচা ৪ নং ফেরি ঘাটে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলুর সভাপতিত্বে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক হোসেন আলী, সদস্য সচিব মো: সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুশিয়ারি ব্যক্ত করেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করলে তাকে দল হতে বহিস্কার করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
এছাড়া, সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়।
দূরবীণ/ একে