দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর মাতুয়াইলে রাজউকের বিধিবিধান না মেনে নকশা বহির্ভুতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
রোববার (১ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদক জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
সরেজমিন অভিযানে রাজউক জোন-৬ এর প্রতিনিধিসহ দুদক টিম অভিযোগস্থল পরিদর্শন করে। অভিযানকালে নির্মাণাধীন ভবনের মালিক বা তাঁর প্রতিনিধি ভবনের অনুকুলে রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হয়। বর্ণিত স্থানে ভবন নির্মাণের লক্ষ্যে মাটি খনন ও সংশ্লিষ্ট কাজ চললেও নির্মাণস্থলে কোন কারিগরী ব্যক্তি অথবা ইঞ্জিনিয়ারকে পাওয়া যায়নি।
সমন্বিত টিমের সার্বিক বিবেচনায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে নির্মাণস্থলের নিরাপত্তামূলক ব্যবস্থা সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়। পরবর্তীতে দুদক টিমের সুপারিশক্রমে উক্ত নির্মাণের জন্য রাজউক কর্তৃক অনুমোদিত নকশা (মঞ্জুরি) দাখিলের নোটিশ প্রদান করে রাজউক কর্তৃপক্ষ।
সকল তথ্যাবলী প্রাপ্তিসাপেক্ষে এ অনিয়মে রাজউক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা যাচাইপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি যাচাইপূর্বক পরবর্তী সিদ্ধান্ত চেয়ে অভিযানকারী টিম কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও গাজীপুরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারি খাসজমি দখলপূর্বক বহুতল ভবন নির্মাণের অভিযোগে, কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির অতিরিক্ত বরাদ্দকৃত অর্থ কোন কাজ না করে আত্মসাৎ করার অভিযোগে এবং রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ ও কুষ্টিয়া জেলা কার্যালয় হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #