দূরবীণ নিউজ প্রতিবেদক :
ফরিদপুর মধুখালী উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে ভূমির নামজারি বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদক টিম সরেজমিনে ভূমি অফিস পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের অভিযোগ শুনেন। তারা দুদক টিমকে জানায় অভিযুক্ত প্রধান সহকারী অভ্যাসগতভাবে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত অর্থ দাবি করে। এনফোর্সমেন্ট টিম অভিযোগ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে দেখা করে এবং তাকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ মাধ্যমে ঘুষ দুর্নীতি বন্ধ এবং দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনের অনুরোধ জানায়।
টিম অভিযোগকারী সাথে কথা বলে এবং এ সংশ্লিষ্ট নথি পত্র সংগ্রহ করে। অভিযানকালে উক্ত অফিসের সেবা প্রদানে অব্যবস্থাপনা প্রমাণ পাওয়া যায়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তআরো বলেন, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে। #