দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রতিবছরের ন্যায় এবারও ৫ বছরের কম বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন। আর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভার আয়োজন করেছে।
৫ জানুয়ারি সকাল ১১ টার সময় নগর ভবনস্হ মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে জাতীয় টিকা দিবসের অংশ হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা,স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানো হয়েছে। # কাশেম