সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বন্যায় মানুষের ঘর-বাড়ি, গবাদিপশু ও সহায় সম্পদের ক্ষয়-ক্ষতি অব্যাহত রয়েছে। থেমে-থেমে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল পাহাড়ি ঢলের জলস্রোত। ভাটির এই জনপদের একদিকে পানি কমছে তো অন্যদিকে পানি বাড়ছে। খবর বাসস।
জেলা ত্রাণ ও পূণর্বাসণ অফিসের দায়িত্বরত অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, সুনামগঞ্জে চলতি বন্যাসহ দুর্যোগ মোকাবেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার সিলেটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও সচিব মহোদয়রা আসবেন।
সেখানে সুনামগঞ্জ জেলার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেবেন তারা। আমরা এ পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পূর্বের দেয়া জিআর চাল ও জিআর ক্যাশ বরাদ্দ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ত্রাণ তৎপরতা শুরু করেছি।
সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহার সকাল থেকেই শুরু হয় এ অপ্রতিরোধ্য বন্যা। প্রতিটি মুহূর্তে নতুন-নতুন এলাকা প্লাবিত করে চলেছে বন্যার পানি। জেলা প্রশাসন পানিবন্দী লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বাধ্য করছেন। ইতিমধ্যে বানভাসী মানুষের সাহায্যার্থে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বিস্কুট,চিড়া,মুরি কেউবা খিচুড়ি এবং চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছেন দুর্গত নারী পুরুষের মধ্যে।
সুনামগঞ্জে সার্বিকভাবে চলছে স্বল্প মেয়াদী বন্যা উল্লেখ করে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, বৃষ্টিতে ভিজে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। আমার ইউনিয়নের বিরামপুর, হরিনাপাটি, দূর্লভপুরসহ সুরমার উত্তরপাড়ের প্রায় সব গ্রামই বন্যা প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ২০২২ সালের ভয়াবহ বন্যার পুরনো আতঙ্ক নিয়েই দিনাতিপাত করছেন সাধারণ লোকজন।
সুনামগঞ্জ সরকারি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে ও বিশ্বম্ভরপুর উপজেলায় মঙ্গলবার (১৮ জুন) ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জ ৪ (সদর বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।
জেলার তাহিরপুর উপজেলায় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সেলিম আহমদ ও জামালগঞ্জ উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ দূর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।