আবুল কাশেম, দূরবীণ নিউজ:
বৈরি আবহাওয়া এবং ভারী বর্ষণের মধ্যেও এবার দ্রুত কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি অপসারণে সক্ষম হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোশেন (ডিএসিসি)। এই সফলতা আনতে এবার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নির্দেশনার আলোকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান বর্জ্য ব্যবস্থাপানা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং রাজস্ব বিভাগসহ অধিকাংশ বিভাগের কর্মকর্তাদের যৌর্থ প্রচেষ্টা এবং চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন।
আগে থেকেই নগর ভবনে স্থাপিত কেন্ত্রিয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাঠ পর্যায়ের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে কঠোর তদারকি এবং কার্যক্রম সরাসরি জানাতে একটি ডিজিটাল (অ্যাপস) পেজটি চালু করা হয়। এই পেজে মাঠ থেকে কর্মকর্তারা প্রতিমূহুর্তে সরাসরি সচিত্র তথ্য নিয়ন্ত্রয়ণ কক্ষকে অবহিত করেছেন। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি মাঠের কর্মকর্তাদের নানাবিধ দিক নির্দেশনা দেন এবং গণমাধ্যমের সাথেও কথা
বলেন ।
এরআগে মেয়র নগরবাসীকে নর্দমা ও যত্রতত্র বর্জ্য না ফেলে থলেতে (ব্যাগে) বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত ব্যক্তির নিকট হস্তান্তরের জন্য অনুরোধ জানান। নগরবাসীও মেয়রের অনুরোধ রক্ষা করেছেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির দিন দুপুর ২ টার থেকে প্রতিটি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হয়। রাত ১ টা ২৫ মিনিট পর্যন্ত প্রথম দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়। অর্থাৎ সাড়ে ১১ ঘন্টায় প্রথম দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
তিনি জানান, ঈদের দিন রাত ৭.৪৫টা পর্যন্ত ৩০টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো – ১,২,৩, ৯, ১০, ১৩, ১৬, ১৮, ২১, ২৪, ২৬, ২৮, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৪৩, ৫০-৫৩, ৫৬, ৫৭, ৬৯, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড। রাত ৯.৫০টা পর্যন্ত ৬০টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
শতভাগ বর্জ্য অপসারিত হওয়া ওয়ার্ডগুলো হলোঃ১-৪, ৯, ১০, ১৩, ১৬-৩৮, ৪০-৪৬, ৪৮, ৫০-৫৯, ৬১-৬৪, ৬৮-৭৫ নম্বর ওয়ার্ড। বাকী ওয়ার্ডসমূহের অগ্রগতি গড়ে ৯০ শতাংশ।
ঈদের ২য় দিনেও নগরীর বিভিন্ন এলাকায় অনেকে কোরবানি করেছেন। ২য় দিনেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি নানাবিধ দিকনির্দেশনা দেন এবং গণমাধ্যমের সাথেও কথা বলেন। ২য় দিনে ৩৮টি ওয়ার্ড কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ১-৯, ১৩-২৯, ৩৬-৩৮, ৫২, ৫৪-৫৭, ৬৩, ৭১-৭৩। ডিএসসিসি ও ঢাকাবাসীর যৌথ অংশীদারত্বের ফলে বর্জ্য অপসারণে সফল হওয়ায় সবারই ধন্যবাদ জানিয়েছে মেয়র ব্যারিস্টার শেখ তাপস # একে