বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

ভারতে ২০ দিনে করোনায় আক্রান্ত ১২ লাখ ৭,৫৩৯ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
অস্বাভাবিক হারে ভারতে বেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। চলতি আগস্ট মাসে ২০ দিনে ১২ লাখ ৭ হাজার ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিভিন্ন রাজ্য সরকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী- চলতি আগস্ট মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১২ লাখ ৭ হাজার ৫৩৯।

গত বৃহস্পতিবার সংক্রমণের সংখ্যা ছিল ৬৯ হাজার ৬৫২। আজ শুক্রবার আক্রান্তের সংখ্যা হল ৬৮ হাজার ৮৯৮।

চলতি আগস্টের পরিসংখ্যান এজন্য উদ্বেগের যে, গত জুলাইতে আক্রান্তের সংখ্যা ছিল ১১ লাখ ৯ হাজার ৪৪৪। কিন্তু আগস্ট মাস শেষ হওয়ার এখনও ১১ দিন বাকি থাকলেও এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে।

একইসময়ে ১৯ আগস্ট পর্যন্ত আমেরিকাতে ৯ লাখ ৯৪ হাজার এবং ব্রাজিলে ৭ লাখের কিছু বেশি ছিল বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, এ পর্যন্ত ২৯ লাখ ৫ হাজার ৮২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ হাজার ৮৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ২১ লাখ ৫৮ হাজার ৯৪৬ জন হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ২৮ জন।

ভারতে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল বৃহস্পতিবার ৯ লাখ ১৮ হাজার হয়েছে যা এ যাবত সর্বোচ্চ। চলতি মাসের ১ তারিখ থেকে দেশে দৈনিক ৪/৫ লাখ নমুনা পরীক্ষা হলেও ২০ দিনের মধ্যে ওই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ১০ লাখে পৌঁছেছে।# সূত্র- পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12