দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩১ মে) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান বাদী হয়ে দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে আসামি বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন। আসামি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
আসামি মোঃ জাহাঙ্গীর আলম উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অর্জিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে আরো নবলা হয়, ২০১৮ সালে ২৭ সেপ্টেম্বর দুদক আইন-২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক মোঃ জাহাঙ্গীর আলমের নামে সম্পদ বিবরণী নোটিশ (ফরম নং-০০০২৩৪৫) জারি করা হয়। তৎপ্রেক্ষিতে মোঃ জাহাঙ্গীর আলম গত ২০১৮ সালে ৩১ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।
দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে আজকে মামলাটি দায়ের করা হলো। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-০১, আজ ৩১ মে দায়ের করা হয়েছে। # কাশেম