দূরবীন নিউজ প্রতিবেদক :
অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামছেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর নিজ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের এ কথা বলেন তিনি। এর আগে হত্যাকাণ্ডের ৩৬ ঘন্টা পর শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে পড়েন ভিসি।
ভিসি বলেন, তোমরা যা দাবি দিয়েছ আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি। আমি শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তোমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে আবরার হত্যায় জড়িতদের বহিষ্কার করা হবে।
এসময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত হলেও সব ক্ষমতা ভিসির নিজের হাতে নেই বলেও জানান ভিসি। #