দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. ফরমানুল ইসলাম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: নিসারুল কবির সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ব্যাংকিং নিয়ম অমান্য করে ৫৮৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৬৬১ টাকা এফডিআরএর নামে আত্মসাতে অভিযোগে মামলা করেছে দুদক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুদকের পক্ষ থেকে দুদকের ঢাকা বিভাগীয়- কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান, মামলার অভিযোগের উল্লেখ করা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরসম্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিআইএফএফএল এর পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করেছেন।
আসামিরা ২০১৫ সালের১ জুন থেকে ২০১৯ সালের ২৮ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের ডিএফআইএম সার্কুলার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রকে অমান্য করে বিআইএফএফএল এর অর্থ নিম্মমানের বেসরকারি ব্যাংক এবং অ-তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠানে জমা রেখেছেন।
আসামিরা ২টি বেসরকারী ব্যাংকে ১৫০ কোটি ৩ লাখ ৯৩ হাজার ৬৩৫ এবং ১২টি অ-তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর হিসাবে ৪৩৪ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২৬ টাকাসহ মোট ৫৮৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৬৬১ টাকা জমা রেখেছেন।
কিন্তু ওই অর্থ ফেরৎ পাওয়ার সম্ভাবনা নাই। যা ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের শামিল। আর এ অপরাধে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। #