দূরবীণ নিউজ ডেস্ক :
ছেলেকে বাঁচাতে গিয়ে বগুড়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে মা-ছেলে দুজনই নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়ার কাহালু রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে থাকা ছেলে উদ্ধার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছিল লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস।
নিহত মায়ের নাম ফেলানী বেওয়া (৫২) এবং তার ছেলে ২৫ বছরের রাজ বাবু। ফেলানী এবং তাঁর ছেলে রেলস্টেশনের পাশ্ববর্তী সাগাটিয়া মহল্লার বাসিন্দা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেলানীর ছেলে রাজ বাবু মাদকাসক্ত ছিলেন। বেলা দেড়টার দিকে তিনি রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্তনগর লালমনি এক্সপ্রেস রেলস্টেশন অতিক্রম করছিল।
হুইসেল বাজার পরও রেললাইন থেকে সরছিলেন না তিনি। ট্রেন কাছাকাছি আসায় মা ফেলানী বেওয়া ছেলেকে বাঁচাতে হাত ধরে টানাটানি শুরু করেন। একপর্যায়ে মা-ছেলে দুজনই ট্রেনে কাটা পড়েন। পরে থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। #