দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসেব নিকেশ। দলগোছানোর পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়েও ভাবছেন দলের নীতি নির্ধারণী নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় পার্টির (জাপা) পৃষ্ঠপোষক রওশন এরশাদ আগামী ২৬ নভেম্বর কাউন্সিল ডেকেছেন এবং এটা সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি ইতোমধ্যে চিঠি ইস্যু করেছেন। কিন্তু তার ডাকা কাউন্সিল প্রত্যাখ্যান করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। এই কাউন্সিলের সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মুজিবুল হক চুন্নু এ কথা জানান। চুন্নু বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে এ ধরনের কোনো কাউন্সিল আমরা ডাকিনি। আমাদের ডাকার সময় হয়নি। কে বা কারা ডাকছে এর সঙ্গে আমরা জড়িত না। এটা আমরা নলেজে নিচ্ছি না।
তিনি আরও বলেন, বিএনপি কিংবা আওয়ামী লীগ কারও সঙ্গে আমরা জোটে নেই, আলোচনা নেই। কোনো জোটের প্রশ্নই আসে না। আমাদের টার্গেট আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোট করবো। নির্বাচন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।
এর আগে গত ৩১ আগস্ট দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এক চিঠিতে ২৬ নভেম্বর পার্টির কাউন্সিল অধিবেশন ডাকেন।
কাউন্সিল সফল করতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন রওশন এরশাদ নিজে। #