দূরবীণ নিউজ প্রতিবেদক :
ফুলবাড়িয়া সুপার মার্কেট-১ এর বেজমেন্টে ৫টি দোকানের অবৈধ দখলদার, কুতুবখালী খালের উপর অবৈধভাবে নির্মিত পাঁচটি ব্রীজ অপসারণ এবং দনিয়ার বর্ণমালা স্কুল সংলগ্ন করপোরেশনের মালিকানাধীন জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এসব অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্টের পি-১, পি-২, পি-৩, প-৬ ও পি-১১ দোকানসমূহ হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বরাদ্দপ্রাপ্ত বৈধ মালিকগণকে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়াও ৬১ নং ওয়ার্ডস্থ কুতুবখালী খালের উপর অবৈধভাবে নির্মিত ৫টি ব্রীজ অপসারণকল্পে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কাউন্সিলর জুম্মন মিয়া ও সংরক্ষিত ২৪ নং আসন (ওয়ার্ড-৬১, ৬২, ৬৩) এর মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াছমিন কুয়াশা এর উপস্থিতিতে এ সময় এলাকাবাসী ৩টি ব্রীজ নিজেরাই অপসারণ করেন এবং বাকি ২টি ব্রীজ সিটি করপোরেশন কর্তৃক অপসারণ করা হয়।
এদিকে ৬০ নম্বর ওয়ার্ডস্থ দনিয়ার বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকায় করপোরেশনের মালিকানাধীন জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদেও অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, “ফুলবাড়িয়া সুপার মার্কেটে ৫টি দোকানের প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের বরাদ্দকৃত দোকান বুঝে পাচ্ছিলেন না। দোকানগুলো বুঝে পেতে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিবর্গ মেয়র মহোদয় বরাবর আবেদন করেন। এছাড়াও সিটি করপোরেশনের মালিকানাধীন জায়গাসমূহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজন হয়। সেজন্য আজ ফুলবাড়িয়া সুপার মার্কেট ও বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ব্রীজ ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।’ # কাশেম