দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন ফরাসগঞ্জস্থ লালকুঠি হলের সীমানার অভ্যন্তর এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি একটি হোটেল, তিনটি ছোট দোকান, একটি পেঁয়াজের আড়ৎ, একটি রান্নাঘর উচ্ছেদ করেন।
এরপর অভিযান সৃষ্ট মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে দেন। স্থানীয় কাউন্সিলরসহ কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মালামাল ১ লাখ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নর্থ ব্রুক হল তথা লালকুঠি হল ঢাকার ঐতিহ্য। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার যে অভিপ্রায়ে মেয়র মহোদয় কার্যক্রম পরিচালনা করছেন তারই ধারাবাহিকতায় আজ লালকুটি হলের সীমানার অভ্যন্তরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এখন যে কেউ বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। # প্রেস বিজ্ঝপ্তি ।