দূরবীণ নিউজ প্রতিবেদক:
মোঃ মনির হোসেন ওরফে গোন্ডেন মনিরের বিরুদ্ধে ৩ কোটি ১০ লক্ষ ৮৫ হাজার ৩৩৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আসামি চার্জশিট দাখিলের সিদ্ধান্ত দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন ( দুদক )।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুদকের নীতিনিধারণী কর্মকর্তারা আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে । আর এ অনুমোদনের ফলে যে কোন দিন আদালতের সংশ্লিষ্ট শাখায় তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করবেন।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
জানা যায়, আসামি গোল্ডেন মোঃ মনির হোসেন ২০০৯ সালের ১৮ জুন পর্যন্ত অবৈধভাবে অর্জিত ১, কোটি ৬১ লাখ টাকার সম্পদ বৈধ করার জন্য বিভিন্ন ভূয়া ব্যক্তিদের নিকট থেকে দান প্রাপ্ত হয়েছেন মর্মে যে দাবি করেছেন। কিন্তু দুদকের তদন্তে তার ওইসব দাবি ভূয়া প্রমাণিত হয়েছে।
এ ছাড়াও আসামি মনির হোসেনের আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এ প্রদত্ত বিভিন্ন সুবিধার আওতায় বিভিন্ন সময়ে প্রদর্শিত ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৩৩৫ টাকার বৈধ কোন উৎস পাওয়া যায়নি।
দুদকের তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ১৮ জুন পর্যন্ত বর্ণিত ৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৩৩৫/- টাকা মূল্যের জ্ঞাত আয়ের বৈধ উৎস বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় তদন্তকালে প্রাপ্ত অভিযোগের সত্যতা পেয়েছেন।
উল্লেখ্য আসামি মোঃ মনির হোসেনের বিরুদ্ধে দুদক এই চার্জশিট অনুমোদন দিয়েছে। এ মামলাটি অনেক পুরনো , আসামির পক্ষ থেকে হাইকোর্টে দুদকের বিরুদ্ধে রিটের কারণে তদন্ত কার্যক্রম স্থগিতাদেশ ছিল।
এছাড়া মনির হোসেনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৮জুনের পর থেকে অর্জিত সম্পদের আরেকটি অনুসন্ধান কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের জন্য সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও সম্পদের অনুসন্ধান চলমান রয়েছে।#