দূরবীন নিউজ প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’ এর কোয়ার্টার ফাইনালে উঠেছে আরটিভি, চ্যানেল ২৪, জাগো নিউজ, ডেইলি ষ্টার, এনটিভি, ইনকিলাব, চ্যানেল আই ও এশিয়ান মেইল ২৪ ।
বুধবার (২০ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম দিনের প্রথম ম্যাচে আরটিভি ২ উইকেটে জিটিভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। দলের পক্ষে জাহিদ ম্যান অব দ্য ম্যাচ হন।
একই সময়ে এটিএন বাংলাকে ৫ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল ২৪। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাদমান সাকিব। তৃতীয় ম্যাচে সময় টিভিকে ২ রানে পরাজিত করে শেষ আটে পৌছে গেছে জাগো নিউজ। ম্যাচ সেরা হন জাগোর সাঈদ শিপন।
চতুর্থ ম্যাচে বাংলা নিউজের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় ডেইলি ষ্টার। ম্যান অব দ্য ম্যাচ হন রাফিউল ইসলাম। অন্য ম্যাচে এনটিভি ৩৯ রানে বিডি নিউজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। রোকন উদ্দিন ম্যান অব দ্য ম্যাচ হন।
ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ প্রতিদিনকে ২৭ রানে পরাজিত করেছে ইনকিলাব। ম্যাচ সেরা হয়েছেন ইনকিলাবের মানিক। সপ্তম ম্যাচে চ্যানেল আই সহজেই ৪ উইকেটে যুগান্তরকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল আই এর রাহুল রায়।
দিনের শেষ ম্যাচে আমাদের সময়কে ১৮ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে যায় এশিয়ান মেইল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রফিক রাফি।
২১ নভেম্বর কোয়ার্টার ফাইনাল:
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ মাঠে নামবে সকাল ৯:৩০টা চ্যানেল ২৪ বনাম ডেইলি ষ্টার- আই, সকাল ৯:৩০টা এনটিভি বনাম আরটিভি – জে, সকাল ১০:৩০টা চ্যানেল আই বনাম জাগো নিউজ–কে এবং সকাল ১০:৩০টা ইনকিলাব বনাম এশিয়ান মেইল –এল । #