দূরবীন নিউজ ডেস্ক :
প্রচন্ড শীত উপেক্ষ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর ) বিকাল ৩টা ৫ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ই্উএনবির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজের দলে শুদ্ধি অভিযান চালানো হবে। তার বক্তব্যের প্রেক্ষিতে সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে দলটির পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন পর্যন্ত জেলা ইউনিটের ৫০ শতাংশ সম্মেলন পরিচালনা করতে পেরেছে।
১৩ ডিসেম্বর পর্যন্ত শহর ও জেলা পর্যায়সহ ৩০টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি পদ পাওয়া সিনিয়র নেতাদের দলের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানা গেছে।
গত ১২ ডিসেম্বর ঢাকা উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায়, ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই বিভিন্ন শাখার সম্মেলন প্রায় সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক কাদের। এর ফলে পদের জন্য প্রতিযোগিতা বেড়েছে বলেও জানান তিনি। #