শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

পুরান ঢাকায় দরিদ্রদের খাবার লুটের অভিযোগ ডিএসসিসির কাউন্সিলরের লোকজনের বিরুদ্ধে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের দুস্থ অসহায় গরীব পরিবারের মাঝে চলমান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ফাউন্ডেশনের ওয়ার্ড সমন্বয়কারী সহ দুজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে এই ঘটনা ঘটে।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মোহা. হাবিবুল ইসলাম সুমনের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিযোগ, খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলমঙ্গীরের অনুসারী। এ সময় তারা অসহায় গরীবের অন্তত ৫০ বস্তা খাবার লুট করে নিয়েছেন। খাবার না পেয়ে ফিরে গেছেন হতদরিদ্র লোকজন।

পবিত্র রমজান উপলক্ষে গত ১৮ই মার্চ থেকে পুরান ঢাকার ৩০টি ওয়ার্ডে ৬০০০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণে এই কর্মসূচি শুরু করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। ইতিমধ্যে প্রায় ১৫টি ওয়ার্ডে প্রায় তিন হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ শনিবার, দুপুর দুইটায় পুরান ঢাকার বেচারাম দেউরি ও বিকেল সাড়ে চারটায় নাজিমউদ্দিন রোডে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু বলেন, বেচারাম দৈউরির পর নাজিমউদ্দিন রোডে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। শৃঙ্খলার সঙ্গেই সব কিছু চলছিল। কিন্তু বিকেল পাঁচটার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে কর্মসূচিতে হামলা করেন ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমঙ্গীরের অনুসারী মো. আরিফ মোল্লা, মো. সাদী, মো. রিহাব, রেজাউল করিম দিপু সহ ২০-২৫ জন সন্ত্রাসী ।

এতে ফাউন্ডেশনের ওয়ার্ড সমন্বয়কারী তোফাজ্জল হোসেন জয়, স্বেচ্ছাসেবক রায়হান আলম, তামজিদ হোসেন আরিয়ান আহত হন। এর মধ্যে তোফাজ্জলের মাথা ফেটে যায়। তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হান ও তামজিদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু আরো বলেন, তারা সারা বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ নানা সামাজিক কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় রমজানে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের ওপর আজকের কর্মসুচিতে হামলা করা হয়েছে। এখন আমরা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
# প্রেস বিজ্ঞপ্তি

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12