দূরবীণ নিউজ প্রতিবেদক :
ফের ১৫ দিনের রিমান্ডে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান।
বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালত পুনরায় ওই দুই আসামির বিরুদ্ধে ৩ মামলায় ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ডে দিয়েছেন।
মামলা ৩ টি হলো; অস্ত্র, মাদক ও জাল টাকাসহ নানা অভিযোগের। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদেরকে ১৫ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
জানা যায়, বিমানবন্দর থানায় দায়ের জাল নোটের মামলায় রিমান্ডের অনুমতি দেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
আর শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় রিমান্ডের আদেশ দেন মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা, শেরে বাংলানগর থানার অস্ত্র ও মাদক মামলার তদন্তের জন্য ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে।
গত ২৪ ফেব্রুয়ারির তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে তাদের আবারো ১৫ দিনের রিমান্ডে পাঠালো আদালত। তবে আজ শুনানিতে পাপিয়া ও তার স্বামীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া পিউ নামেই তিনি বেশি পরিচিত। এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা হলেও এর আড়ালে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, পতিতা ব্যবসার পাশাপাশি ব্ল্যাকমেইল করে অবৈধ টাকার পাহাড় গড়েছিলেন।
কোনো কাজ বাগিয়ে নিতে তিনি ও তার স্বামী মিলে পাঁচতারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্নিষ্ট ব্যক্তিদের।
স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জানান, ২০০৬ সালে নরসিংদী সরকারি কলেজে পড়ার সময় পাপিয়ার সাথে সুমনের সম্পর্ক হয়।
২০০৯ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০১০ সালে নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক করা হয় পাপিয়াকে।
সর্বশেষ ২০১৮ সালে তাকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক করা হয়। গ্রেফতারের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। # কাশেম