দূরবীণ নিউজ প্রতিবেদক :
পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ জুলাই) দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, মামলার আসামিরা হলেন ১) পদ্মা ব্যাংক লিঃ (সাবেক দি ফারমারর্স ব্যাংক লিঃ) পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হকচিশতী , ২) বকশীগঞ্জ জুট স্পিনার্স লিঃ, ব্যবস্থাপনা পরিচালক ও মোঃ মাহবুবুল হক চিশতর ছেলে মোঃ রাশেদুল হক চিশতি , ৩) রিজেন্ট হাসপাতাল লিঃ চেয়ারম্যান মোঃ সাহেদ এবং ৪) রিজেন্ট হাসপাতাল লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম খলিল ।
মামলার অভিযোগে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিঃ (সাবেক দি ফারমার্স ব্যাংক লিঃ), গুলশান কর্পোরেট শাখার ১ কোটি টাকা গ্রহণ করেন। যা সুদাসলসহ ২ কোটি ৭১ টাকা হয়েছে। আসামিরা পুরো টাকাই আত্মসাৎ করেন।
অপরাধ সংঘটের সময়কাল ২০১৫ সালে ১১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১. জানুয়ারি পর্যন্ত ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করেন।
যারফলে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-০৭ । # কাশেম