পটুয়াখালী প্রতিনিধি:
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ মে) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারন সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বধীন রাষ্ট্রের মর্যদা দেয়ার দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।